সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার বিমানের সিটের নিচ থেকে
সংগৃহীত ছবি

সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার বিমানের সিটের নিচ থেকে

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি আসনের নিচ থেকে সাড়ে চার কেজি স্বর্ণের চালান উদ্ধার করেছে এনএসআই ও শুল্ক গোয়েন্দা সদস্যরা। যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৮৯ লাখ ৭১ হাজার ৩৬০ টাকা।

শনিবার (১৩ জানুয়ারি) সকালে চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক আবদুল মতিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।

বিমানবন্দর সূত্র জানায়, শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৫২ ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে চট্টগ্রাম আসে। ওই বিমানে থাকা যাত্রীরা নেমে যাওয়ার পর তল্লাশি চালায় এনএসআই ও শুল্ক গোয়েন্দা সদস্যরা। সেখানে একটি আসনের নিচ থেকে ৪ হাজার ৫৪০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

আবদুল মতিন তালুকদার গণমাধমকে বলেন, ‘গোপন সংবাদ থাকায় বিমান থেকে যাত্রীরা নেমে যাওয়ার পর তল্লাশি চালানো হয়। সেখানে একটি আসনের নিচ থেকে স্বর্ণের বড় চালান উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মূল্যের পুরোটাই সরকারি রাজস্ব হিসেবে গণ্য হবে। তাই চালানটি বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এছাড়াও

নেপালে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় বিপুল অংকের ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন নেপালের আদালত 

নেপালে ইউএস-বাংলার বিমান দুর্ঘটনায় বিপুল অংকের ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন নেপালের আদালত 

অনলাইন ডেস্ক : ২০১৮ সালে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিধ্বস্ত হয়ে ৫১ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *