দেশনেত্র প্রতিবেদক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী আওয়ামী লীগের নেতৃত্বে আগামী ১৫ জানুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ হতে পারে।
সোমবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
ঢাকা-৩ (কেরানীগঞ্জ) আসন থেকে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন তিনি। এরপর সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নসরুল হামিদ।
নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার কাছে মনে হচ্ছে আগামী ১৫ জানুয়ারির মধ্যে হয়ে যাবে বলে আমি আশা করছি।
আরেক প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, নির্বাচন কমিশন শক্ত অবস্থান নেয়ায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়েছে। প্রার্থীরা যে যেভাবে এলাকায় সময় দিয়েছেন, ভোটাররা নির্বাচনে সেই প্রতিফলন ঘটিয়েছেন।
গত প্রায় আট বছর বিদ্যুৎ, জ্বালানি প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলে আসা নসরুল হামিদ বলেন, সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ হবে নিরবচ্ছিন্ন ও সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ-জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।‘সেই প্রস্তুতিও আছে মন্ত্রণালয়ের। এক্ষেত্রে অর্থ বিভাগের সহযোগিতার প্রয়োজন হবে; বলে মন্তব্য করেন তিনি।