ফাইল ছবি

টানা চতুর্থ জয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত ইলিয়াস উদ্দিন মোল্লাহ্

জিয়ারুল ইসলাম জিহাদ :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনে টানা চতুর্থবার জয়লাভ করে সর্বস্তরের জনগ, আওয়ামী লীগ ও এর অঙ্গ  সংগঠনের নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছা সিক্ত আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্।

আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ৬৫ হাজার ৬৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে তিনি।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালাউদ্দিন রবিন ঈগল প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৩১৪ ভোট। দুজনের ভোটের ব্যবধান প্রায় ৫৯ হাজার।

রোববার (৭ জানুয়ারি) সকাল ১১টায় মিরপুর ১২ নম্বর সেকশনের পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাইস্কুল কেন্দ্রে ভোট দেন ইলিয়াস উদ্দিন মোল্লাহ্।

বিজয়ী হওয়ার পর থেকেই পল্লবী এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফুল ও মিষ্টির মাধ্যমে তাদের প্রিয় নেতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে ভিড় করে।

টানা চতুর্থ জয় এর প্রতিক্রিয়া জানতে চাইলে আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ্ দেশনেত্রকে বলেন, প্রথমেই আমি মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি, এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই প্রতিবারের মতো এবারও আমার উপর ভরসা করে এ আসনের নৌকার কান্ডারী নিযুক্ত করায়।

এ সময় তিনি পল্লবী (ঢাকা -১৬) আসনের জনগণের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন, এই জয় গণতন্ত্রের ও জনগণের জয়।

এছাড়াও

আজ হলি আর্টিজান হামলার ৯ বছর

আজ হলি আর্টিজান হামলার ৯ বছর

দেশনেত্র ডেস্ক : রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ৯ বছর পূর্ণ হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *