সদ্য পাওয়া
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শিশুসহ একই পরিবারের ৪ জনের মৃত্যু
স্বজনদের ভিড়

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শিশুসহ একই পরিবারের ৪ জনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি :

ময়মনসিংহে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শিশুসহ একই পরিবারের চার জন নিহত হয়েছেন।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে ময়মনসিংহের নান্দাইলের ঘোষপালা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোরিকশা চালক জামাল, তার মা আনোয়ারা ও জামালের দুই মেয়ে ফাইজা (৬), আনিকা (৪)।

স্থানীয়রা জানায়, একটি টিনশেড ঘরে অটোচালক জামাল উদ্দিন তিন মেয়ে, স্ত্রী এবং মা নিয়ে বসবাস করতেন। প্রতিদিনের মতো ঘরে অটোরিকশা চার্জ দিয়ে রাখেন। বিকেল সাড়ে তিনটায় ঘর থেকে অটোরিকশা বের করতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান জামাল। তাকে উদ্ধার করতে গিয়ে একে একে দুই মেয়ে এবং মা মারা যান।

পরে বড় মেয়ে অটোর সঙ্গে চারজনের জড়িয়ে থাকা দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ জানান, মরদেহ পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে দাফনের জন্য অনুমোদন দেয়া হয়েছে। অটোরিকশাটি বিদ্যুৎপৃষ্ট হয়ে থাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

এছাড়াও

জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরাইল এমন অপকর্মের সাহস পেত না: মির্জা আব্বাস

জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরাইল এমন অপকর্মের সাহস পেত না: মির্জা আব্বাস

দেশনেত্র প্রতিবেদক : প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরাইল ফিলিস্তিনিদের ওপর হামলার মতো এমন …