গরুর মাংসের নতুন মূল্য নির্ধারণ
ফাইল ছবি

গরুর মাংসের নতুন মূল্য নির্ধারণ

দেশনেত্র প্রতিবেদক :

রাজধানী ঢাকায় ৬৫০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রির দাম নির্ধারণ করেছে ব্যবসায়ীরা। বুধবার (৬ ডিসেম্বর) মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মন্টু এ তথ্য জানান।

মোহাম্মদ গোলাম মোর্তজা মন্টু বলেন, মোহাম্মদপুরে মাংস ব্যবসায়ী সমিতি ও বাংলাদেশ ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সম্মিলিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) থেকে রাজধানীতে এক মাসের জন্য ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া প্রতি মাসে গরু কেনাকাটার ওপর নির্ভর করে দাম নির্ধারণ করা হবে। এক মাস পর আবার বসে দাম পুনরায় নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, গত রোববার (৩ ডিসেম্বর) মাংস ব্যবসায়ী, ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন, ক্যাব, ট্যারিফ কমিশন, সুপারশপ প্রতিনিধি এবং ভোক্তা অধিকারের সমন্বয়ে অনুষ্ঠিত এক সেমিনারে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) গরুর মাংসের দাম নির্ধারণ করার কথা জানানো হয়েছিল।

এছাড়াও

৭ বছর পর চীনে যাচ্ছেন মোদি, বৈঠক হতে পারে পুতিনের সঙ্গেও

৭ বছর পর চীনে যাচ্ছেন মোদি, বৈঠক হতে পারে পুতিনের সঙ্গেও

দেশনেত্র ডেস্ক : শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *