দেশনেত্র প্রতিবেদক :
রাজধানীর মহাখালীতে রয়েল ফিলিং স্টেশন নামে একটি পেট্রোল পাম্পে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয় ।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, বুধবার রাত আটটার দিকে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট রওনা হয়েছে। তবে যানজটের কারণে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি তারা।
তিনি জানিয়েছেন, মহাখালী রয়েল ফিলিং স্টেশনে আগুন লাগার খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট পাঠানো হয়েছে। যানজটের কারণে ইউনিট দুইটি ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতে সাড়ে আটটা বেজে যায়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে , পাম্পের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তেজগাঁও ফায়ার স্টেশনের দুই ইউনিট। রাত পৌনে ৯টার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হন তারা।
শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) দুলাল হোসেন জানান, ফিলিং স্টেশনের একটি কক্ষে থাকা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে অফিস কক্ষে আগুন লেগে যায়। সিলিন্ডারে ত্রুটি থাকায় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।
তিনি আরো জানিয়েছে, এ অগ্নিকাণ্ডে আটজন দগ্ধ হয়েছেন এবং তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।