টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলার বাদি এশার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ (১৮ নভেম্বর) শনিবার বিকেলে এশার মরদেহ টাঙ্গাইল শহরের বাসা থেকে উদ্ধার করে পুলিশ।
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মাহমুদ কায়সার বলেন, প্রাথমিকভাবে আমরা যে অবস্থায় মরদেহ পেয়েছিলাম তাতে মনে হয়েছে এটা আত্মহত্যা। তারপরও অধিক নিশ্চিত হওয়ার জন্য আমরা ঘটনাস্থল ঘিরে রেখেছিলাম, যাতে কোনো তথ্য-প্রমাণ নষ্ট না হয়।
চলতি বছরের ৫ এপ্রিল রাতে টাঙ্গাইল সদর থানায় বড় মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন এশা নামের এই তরুনী। মামলায় এশা অন্তঃসত্ত্বা হয়েছেন বলে উল্লেখ করা হয়। ওই মামলায় গ্রেপ্তার টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া বড় মনিরকে কারাগারে পাঠায় আদালত।
ধর্ষণের অভিযোগ আনা এশা তার সন্তানের পিতা হিসেবে বড় মনিরকে দাবি করার পর আদালতের নির্দেশে সিআইডি ডিএনএ পরীক্ষা করে। সে সময় এশা অভিযোগ করেন, বড় মনিরের স্বজনরা কোটি টাকার বিনিময়ে ডিএনএ পরিবর্তনের কথা তাকে বলেছিলো।
ভুক্তভোগী এশা জানিয়েছিলেন, তারা বলে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারা ডিএনএ রিপোর্ট পরিবর্তন করাবে, তাদের অনেক ক্ষমতা। তাদের জন্য এটা কোনো ব্যাপার না। খুন, ধর্ষণ এসব মামলা কিছুই করতে পারবে না। আমি কিছুই করতে পারবো না। জামিনে বের হলে আমাকে আর আমার বাচ্চাকে তারা মেরে ফেলবে। আর তারা নাকি জামিনে বের হবেই।