তৃণমূল বিএনপির সাথে জোটবদ্ধ নির্বাচন করবে ১৫ দলীয় মোর্চা Deshnetrow news
ফাইল ছবি

তৃণমূল বিএনপির সাথে জোটবদ্ধ নির্বাচন করবে ১৫ দলীয় মোর্চা

হুমায়ুন কবির :

সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালের নেতৃত্বে গঠিত ১৫টি রাজনৈতিক দলের মোর্চা ‘প্রগতিশীল ইসলামী জোট’।আগামী জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে মোর্চাটি।

এ বিষয়ে তৃণমূল বিএনপির ভাইস চেয়ারম্যান সালাম মাহমুদ বলেন,   ‘প্রগতিশীল ইসলামী জোট আমাদের দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে। আমরা এ বিষয়ে সম্মতি দিয়েছি। এটা নির্বাচনি সমঝোতা।’

এক্ষেত্রে তৃণমূল বিএনপির ‘সোনালি আঁশ’ প্রতীকে নির্বাচনে অংশ নেবে প্রগতিশীল ইসলামী জোট।

শনিবার (১৮ নভেম্বর) এ বিষয়ে নির্বাচন কমিশনে (ইসি) চিঠিও দিয়েছে তৃণমূল বিএনপি। দলটির মহাসচিব তৈমূর আলম খন্দকার প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে জানিয়েছেন, প্রগতিশীল ইসলামী জোটের প্রার্থীরা তৃণমূল বিএনপির প্রতীক ‘সোনাশি আঁশ’ ব্যবহার করবেন। এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দিতে ইসিকে অনুরোধ জানানো হয়।

২০০৪ সালে আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত হওয়া ১৪ দলীয় জোটে শরীক হয় তরিকত ফেডারেশন। সেই দলের মহাসচিব ছিলেন এম এ আউয়াল। তরিকত ফেডারেশন থেকে আলাদা হয়ে ইসলামী গণতান্ত্রিক পার্টি গঠন করেন সাবেক এই সংসদ সদস্য। তার নেতৃত্বে গঠিত হয় প্রগতিশীল ইসলামী জোট। এই জোটের ১৫টি দল হলো– ইসলামী গণতান্ত্রিক পার্টি, নেজামে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ গণ আজাদী লীগ, বাংলাদেশ তরিকত ফ্রন্ট, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক লীগ, বাংলাদেশ জনমত পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা দল (বিএনজেপি), ইসলামী লিবারেল পার্টি, জনতার কথা বলে, বাংলাদেশ স্বাধীন পার্টি, বাংলাদেশ গণতন্ত্র মানবিক পার্টি, সাধারণ ঐক্য আন্দোলন, বাংলাদেশ ইসলামিক গণতান্ত্রিক লীগ ও বাংলাদেশ ইসলামিক ডেমোক্রেটিক ফোরাম।

এছাড়াও

আজ হলি আর্টিজান হামলার ৯ বছর

আজ হলি আর্টিজান হামলার ৯ বছর

দেশনেত্র ডেস্ক : রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ৯ বছর পূর্ণ হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *