চায়ের দেশে ইউএস-বাংলার আকর্ষণীয় প্যাকেজ
সংগৃহীত ছবি

চায়ের দেশে ইউএস-বাংলার আকর্ষণীয় প্যাকেজ

নিজস্ব প্রতিবেদক :

এবার সিলেট ভ্রমণকে আরো বেশী স্বাচ্ছন্দ্যময় করে তুলতে ইউএস-বাংলা এয়ারলাইন্স আকর্ষণীয় ট্যুর প্যাকেজ ঘোষণা করেছে। বর্ষার আগমণে পুরো সিলেট যেন বর্ণিল সাজে সেজে উঠেছে।

আর এই বর্ষায় জাফলং, তামাবিল, শাপলাবিল, রাতারগুল, বিছনাকান্দি, সাদাপাথর, মাধবকুন্ড আর দু’টি পাতা একটি কুড়ির চা বাগানের অপরূপ সৌন্দর্যকে পূর্ণতা দিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স সিলেটে আকর্ষণীয় প্যাকেজ অফার ঘোষণা করেছে।

প্রতিজনের জন্য নূন্যতম অফার ১১,৪৯০ টাকা। ২ রাত ৩ দিনের এই অফারটি কমপক্ষে দুই জনের জন্য প্রযোজ্য। অফারের মধ্যে রয়েছে সকল প্রকার ট্যাক্সসহ ঢাকা-সিলেট-ঢাকা রিটার্ণ টিকেট, দুই দিনের থাকার ব্যবস্থা ও সকালের নাস্তা এবং এয়ারপোর্ট-হোটেল-এয়ারপোর্ট ট্রান্সফার সুবিধা। অফারের অন্তর্ভূক্ত হোটেলগুলোর মধ্যে রয়েছে হোটেল সাদা পাথর, নিরভানা ইন, হোটেল গ্র্যান্ড সিলেট, নাজিমগড় গার্ডেন রিসোর্ট- খাদিম নগর ও নাজিমগড় উইলডারনেস-লালাখাল। আকর্ষণীয় এ অফারটি ইউএস-বাংলা এয়ারলাইন্স এর যেকোনো নিজস্ব সেলস্ কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে। শর্তসাপেক্ষে অতিরিক্ত রাত ও শিশুদের জন্য প্যাকেজটিতে সংযুক্ত করার সুযোগ রয়েছে।

অফারটি গ্রহণের সময়সীমা ২৮ অক্টোবর ২০২৩ পর্যন্ত।

আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন  ইউএস-বাংলার সকল সেলস কাউন্টারে অথবা ফোন করুন  ০১৭৭৭৭৭৭৮৮১-৮৮৩ নম্বরে।

 

এছাড়াও

আজ রাজধানীর মিরপুরে ঋদ্ধি গ্যালারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে "নাইট অফ রকস্টারস"

আজ রাজধানীর মিরপুরে ঋদ্ধি গ্যালারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে “নাইট অফ রকস্টারস”

  হুমায়ূন কবির :   আজ ৫ জুলাই শুক্রবার সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে রাজধানীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *