ঢাকায় বিএনপির সাড়ে ৫ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
ফাইল ছবি : দেশনেত্র

ঢাকায় বিএনপির সাড়ে ৫ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক :

শনিবার বিএনপির ডাকা অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার প্রবেশমুখে পুলিশের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় রাজধানীর বেশ কয়েকটি থানায় ১১টি মামলায় দলটির ৫৫৭ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

রোববার (৩০ জুলাই) করা এসব মামলার মধ্যে উত্তরা পশ্চিম থানায় ২টি, উত্তরা পূর্ব থানায় ৩টি, এয়ারপোর্ট থানায় ১টি, সূত্রাপুরে ১টি, বংশালে ১টি, কদমতলীতে ১টি ও যাত্রাবাড়ী থানায় ২টি মামলা করা হয়েছে। আরও কয়েকটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য, অগ্নিসংযোগ, ভাঙচুর, পুলিশের কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।

যাত্রবাড়ী থানার এসআই (নিরস্ত্র) মো. মুকিত হাসান ও মো. কামরুজ্জামান বাদী হয়ে আলাদা দুটি মাললায় ২১৭ জনকে আসামি করেন। কদমতলী থানায় এসআই নাজমুল মোল্লা (নিরস্ত্র) বাদী হয়ে ৭০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

এ ছাড়া উত্তরা পূর্ব থানায় আলাদা ৩ মামলায় ১০০, উত্তরা পশ্চিম থানায় আলাদা দুই মামলায় ৩১, বংশাল থানায় ২৫, সূত্রাপুর থানায় ৩৪ এবং বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।

যদিও এসব অভিযোগ অস্বীকার করে বিএনপির স্বনির্ভরবিষয়ক সহ-সম্পাদক নিলোফার চৌধুরী মনি বলেন, ‘আওয়ামী লীগ তার পুরোনো অভ্যাস ভুলতে পারেনি। তারা আমাদের দাঁড়াতে দেয়নি। শান্তিপূর্ণভাবে মানুষ জমায়েত হচ্ছিল; কিন্তু পুলিশ এসে সবাইকে ছত্রভঙ্গ করে দিয়েছে।’

এছাড়াও

রাঙ্গামাটিতে ইউপিডিএফের আস্তানায় অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

রাঙ্গামাটিতে ইউপিডিএফের আস্তানায় অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

দেশনেত্র ডেস্ক : রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) আস্তানায় সেনাবাহিনীর অভিযান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *