এক দফা দিয়েই হত্যাযজ্ঞ শুরু করেছে বিএনপি: কাদের
Deshnetrow

এক দফা দিয়েই হত্যাযজ্ঞ শুরু করেছে বিএনপি: কাদের

নিজস্ব প্রতিবেদক :

সরকার পতনের এক দফা ঘোষণার পরই বিএনপি সারাদেশে হত্যাকাণ্ড শুরু করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভায় এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘এক দফা ঘোষণার পর থেকে সারা দেশে হত্যাযজ্ঞে লিপ্ত হয়েছে বিএনপির। হত্যার শিকার হচ্ছে আওয়ামী লীগ নেতারা। আর বিএনপি মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে।’

বিএনপি বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটিয়ে বিদেশিদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে বলেও মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, সুপরিকল্পিতভাবে তৃণমূলে বিশৃঙ্খল কর্মকাণ্ড ঘটাচ্ছে বিএনপি। নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে তারা। তাদের একটাই দফা শেখ হাসিনাকে হঠাতেই হবে। প্রধানমন্ত্রীকে যেখানে পদত্যাগ করতে বলছে, সেখানে তারা ডায়ালগ করবে কার সাথে?

এর আগের দিন রাতে নড়াইল ও রাজধানীর শাহজানপুরে যুবলীগের দুই কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

এছাড়াও

একুশে আগস্ট গ্রেনেড হামলা: তারেক-বাবরের আপিল শুনানি বুধবার

একুশে আগস্ট গ্রেনেড হামলা: তারেক-বাবরের আপিল শুনানি বুধবার

দেশনেত্র প্রতিবেদক : একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া তারেক রহমান ও মৃত্যুদণ্ড …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *