রুদ্ধদ্বার বৈঠকে যে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি
Deshnetrow

রুদ্ধদ্বার বৈঠকে যে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক :

পরবর্তী কর্মসূচি ও কর্মপরিকল্পনা নির্ধারণে প্রায় এক ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকে বেশকিছু সিদ্ধান্ত নিয়েছে দলটির নেতারা।

শনিবার (৮ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে আগামী ১২ জুলাই সরকারবিরোধী একদফা আন্দোলনের চূড়ান্ত ঘোষণা দেবে বিএনপি। আর এই ঘোষণা দেওয়া হবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিশাল সমাবেশ করে। সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে লিখিত আবেদন করা হবে। ইতোমধ্যে সমাবেশ সফল করার জন্য বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এসব বিষয়ে অবহিত করতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে শনিবার সন্ধ্যায় সাক্ষাৎ করেছেন।

বিএনপির প্রথমে পরিকল্পনা ছিল আগামী ১৫ জুলাই একদফা আন্দোলনের চূড়ান্ত ঘোষণা দেওয়া। কিন্তু হঠাৎ করেই সিদ্ধান্ত বদল করা হয়। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিষয়ক প্রতিনিধিদল ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের ঢাকা সফরকে ঘিরে বিএনপির হঠাৎ এই সিদ্ধান্ত বদল। সরকার পতনের এক দফার আন্দোলনের ঘোষণার মধ্য দিয়ে বিএনপি বিদেশি প্রতিনিধিদের কাছে বার্তা পৌঁছাতে চায় যে, তারা এই সরকারের পতনের আন্দোলনে চূড়ান্ত ধাপে নেমেছে।

এক ঘণ্টার বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও জেলা ও অঙ্গসংগঠনের একজন শীর্ষ নেতা বক্তব্য রাখেন।

এছাড়াও

হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

দেশনেত্র প্রতিবেদক : জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *