নড়াইল প্রতিনিধি :
নড়াইলের পূর্ব শত্রুতার জের ধরে এক গ্রাম পুলিশকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা ৬টার দিকে লোহাগড়ায় উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত বকুল শেখ (৪০) ওই গ্রামের মৃত বদির শেখের ছেলে।
নিহতের পরিবার জানায়, রোববার সন্ধ্যায় বাজার নিয়ে বাড়ি ফেরার পথে গোলাপ শেখের বাড়ির কাছে কয়েকজন দুর্বৃত্ত বকুল শেখকে ধারালো দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থা তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে রাজিব শেখ জানান, তার বাবা মারা যাওয়ার আগে হত্যার সাথে জড়িত আজমল, মাহামুদ, ইয়ামিনসহ কয়েকজনের নাম বলে যান।
এ হত্যাকাণ্ডের সাথে জড়িতরা চুরি-ডাকাতি করত এবং বকুল শেখ তাদের কুকর্মে বাধা দেয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন রাজিব।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন গণমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার পরে জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী ও পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন।