বেসিক নিরাপত্তা কখনোই কম্প্রোমাইজ করা হবে না : পররাষ্ট্র সচিব
ফাইল ছবি

বেসিক নিরাপত্তা কখনোই কম্প্রোমাইজ করা হবে না : পররাষ্ট্র সচিব

নিজস্ব প্রতিবেদক :

‘বেসিক নিরাপত্তা কখনোই কম্প্রোমাইজ করা হবে না’ বলে মন্তব্য করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে মঙ্গলবার তিনি বলেন, ‘ভিয়েনা কনভেনশন অনুযায়ী যে নিরাপত্তা দেয়ার কথা, তা দেয়া হচ্ছে।’

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ বাংলাদেশে নিযুক্ত কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের অতিরিক্ত নিরাপত্তা সোমবার প্রত্যাহার করার কথা জানায় সরকার।

মূলত যেসব দেশের রাষ্ট্রদূত বা হাইকমিশনার বাইরে চলাফেরার সময় অতিরিক্ত পুলিশি নিরাপত্তা পেয়ে থাকতেন, তাদের জন্য পুলিশের পরিবর্তে এখন থেকে আনসার সদস্যরা নিয়োজিত থাকবে।

বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা সুবিধার জন্য স্বরাষ্ট্রমন্ত্রণালয় বাংলাদেশ আনসার বাহিনীর সদস্যদের নিয়ে একটি চৌকস দল তৈরি করেছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তের মধ্যেই এ নিয়ে মন্তব্য করে বসেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল।

সোমবার দেশটির পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনীতিকদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট দেশের।

পররাষ্ট্র সচিব বলেন, কূটনীতিকদের নিরাপত্তার ঘাটতি দেখতে পাচ্ছিনা। জঙ্গি তৎপরতার কারণে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। এখন এ ধরনের কোনো হুমকি নেই।’

এছাড়াও

ঢাকা থেকে জঙ্গিবিমান ঘাঁটি সরানোর পরিকল্পনা নেই: বিমানবাহিনী

ঢাকা থেকে জঙ্গিবিমান ঘাঁটি সরানোর পরিকল্পনা নেই: বিমানবাহিনী

দেশনেত্র প্রতিবেদক : ঢাকার আকাশ প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীতেই জঙ্গিবিমান ঘাঁটি রাখা অত্যাবশ্যক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *