নিজস্ব প্রতিবেদক:
ফায়ার সার্ভিসে হামলাকারীরা বিশেষ একটি রাজনৈতিক দলের কর্মী বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন আসাদুজ্জামান কামাল।
বঙ্গবাজারে আগুনের মধ্যে ফায়ার সার্ভিস অফিসে হামলাকারীরা নাশকতার জন্যই ওই ঘটনা ঘটিয়েছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, যারা ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙচুর করেছে তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বা তদন্তে জানা গেছে, তারা উদ্দেশ্যমূলকভাবে নাশকতার জন্য এসব করেছে।
‘তারা বিশেষ একটি রাজনৈতিক দলের কর্মী বলে পরিচয় দিয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা কোন রাজনৈতিক দলের কর্মী এ বিষয়ে বিস্তারিত তদন্তের পর জানা যাবে। কোন উদ্দেশ্য, কেন নাশকতা – তা তদন্তে বেড়িয়ে আসবে।’
ভয়াবহ আগুন লেগে গত ৫ এপ্রিল পুড়ে যায় ঢাকার বঙ্গবাজার। ভস্মীভূত হয়ে গেছে প্রায় চার হাজার দোকান। ওইদিনই বঙ্গবাজার লাগোয়া ফায়ার সার্ভিসের সদর দপ্তরে হামলা চালানো হয়। ভাংচুর করা হয় ১৪টি গাড়ি।
এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতেই নাশকতার বিষয়টি বেরিয়ে আসছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
হঠাৎ করেই চারিদিকে এতে আগুন লাগার পেছনে কোনও ধরণের নাশকতার আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।