সদ্য পাওয়া
জাপানে মালবাহী জাহাজ ডুবে নিখোঁজ ১৮
প্রতিকী ছবি / Deshnetrow

জাপানে মালবাহী জাহাজ ডুবে নিখোঁজ ১৮

আন্তর্জাতিক ডেস্ক :

মঙ্গলবার স্থানীয় সময় রাত আনুমানিক ১২টার সময় জাপানের ডাঞ্জো দ্বীপপুঞ্জের প্রায় ১১০ কিলোমিটার পশ্চিমে একটি মালবাহী জাহাজ ডুবে গেছে।

জাপানের কোস্টগার্ড জানিয়েছে, তারা দেশটির দক্ষিণ-পশ্চিম উপকূলে রাতে ডুবে যাওয়া একটি মালবাহী জাহাজটি থেকে চার ক্রু সদস্যকে উদ্ধার করেছে। তবে এ ঘটনায় এখনো নিখোঁজ ১৮ জনকে উদ্ধারে অনুসন্ধান চালানো হচ্ছে।

কোস্টগার্ডের একজন নারী মুখপাত্র বলেছেন,‘স্থানীয় সময় সকাল ৭টা ১৭ মিনিটে চীনের চার নাগরিককে উদ্ধার করা হলেও আমরা অবশিষ্ট ১৮ জনকে উদ্ধারে অভিযান চালাচ্ছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরো বলেন, এ উদ্ধার কাজে সহায়তা করতে ‘একটি বিমান ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে এবং দ’ুটি জাহাজ পথে রয়েছে।’

জাহাজটিতে ১৪ জন চীনা এবং ৮ জন মিয়ানমারের নাগরিক রয়েছে বলে কোস্টগার্ড জানিয়েছে।

এছাড়াও

বিশ্ববিদ্যালয় ছাত্র পারভেজ হত্যায় গ্রেপ্তার ৩

বিশ্ববিদ্যালয় ছাত্র পারভেজ হত্যায় গ্রেপ্তার ৩

দেশনেত্র প্রতিবেদক : বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় ৩ জনকে …