স্ত্রীকে উত্যক্তের প্রতিবাদের জেড়ে কনস্টেবলকে কুপিয়ে জখম

স্ত্রীকে উত্যক্তের প্রতিবাদের জেড়ে কনস্টেবলকে কুপিয়ে জখম

ভোলা প্রতিনিধি :

ভোলায় স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হয়ে বখাটেদের উত্যক্তের প্রতিবাদ করায় এক পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখম করেছে বখাটেরা।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ কনস্টেবল মো. এনামুল ব্যাপারী ভোলা পুলিশ লাইনে কর্মরত রয়েছেন। আহত এনামুল ব্যাপারীকে ভোলা সদর হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসা প্রদান শেষে বেডে হস্তান্তর করা হয়েছে।

ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফরহাদ সরদার জানান, কনস্টেবল মো. এনামুল ব্যাপারী পুলিশ লাইনে ডিউটি শেষে সন্ধ্যার দিকে স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হন। ভোলার শহরের নতুন বাজার এলাকায় আসলে একদল বখাটে যুবকরা তার স্ত্রীকে ইভটিজিং করে।

এতে এনামুল প্রতিবাদ করলে বখাটেরা ক্ষিপ্ত হয়ে দলবদ্ধ হয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।

এ ঘটনায় এখন পর্যন্ত এক বখাটেকে আটক করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত বাকীদের আটকের চেষ্টা চলছে।

এছাড়াও

নাগরদোলায় তুলে অন্তঃসত্ত্বা স্ত্রীর গলা কেটে হত্যা, স্বামী আটক

নাগরদোলায় তুলে অন্তঃসত্ত্বা স্ত্রীর গলা কেটে হত্যা, স্বামী আটক

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নাগরদোলায় উঠিয়ে গলায় ছুরি চালিয়ে হত্যা করেছে স্বামী। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *